পাবনা প্রতিনিধি।।
পাবনায় তথ্য সংগ্রহ করতে গিয়ে ভুয়া ডাক্তার কর্তৃক এক সাংবাদিক গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার ২৭শে জুলাই বিকেলে পাবনা আমিনপুর থানাধীন চরগোবিন্দ বাজারে ঘটনাটি ঘটে।
ভুক্তভোগী সাংবাদিক জানান, চর গোবিন্দপুর বাজারে সাউদিয়া মেডিকেল হল নামক একটি ওষুধের দোকানে শাহীন নামের এক ব্যক্তি দীর্ঘদিন যাবত ডাক্তারি পেশার দায়িত্ব পালন করে আসছিলো। যার কোন ধরনের ডাক্তারি পেশার উপর প্রাতিষ্ঠানিক ডিগ্রি নেই। স্থানীয় লোকজনের এমনই অভিযোগের ভিত্তিতে উক্ত বিষয় সম্পর্কে সেই ভুয়া ডাক্তারের সাথে কথা বলতে গেলে সুকৌশলে তার নিকট লোকজন এবং পেটুয়া বাহিনী ডাকেন। পরে স্থানীয় সাহীন, জিন্না,মনি,জাকির, হজো সহ এক দল সন্তাস বাহীনি সাংবাদিক হাসান মিয়াকে প্রথমে লাঞ্ছিত এবং পরে লাঠিসোটা দিয়ে এলোপাথাড়িভাবে পেটাতে থাকে । পরে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসেন আমিনপুর থানার অফিসার ইনচার্জ ও বেশ কিছু সাংবাদিক।
সবার সহযোগিতায় রাতে আহত হাসান মিয়াকে উদ্ধার করে দ্রুত বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সাংবাদিক হাসান মিয়া অনলাইন টেলিভিশন জয় টিভি এবং দৈনিক আমার দেশ প্রতিদিন পত্রিকার পাবনা জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।
উক্ত ঘটনায় তীব্র নিন্দা এবং ক্ষোভ জানিয়েছেন সুশীল সমাজ এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ।
শুক্রবার সাংবাদিক হাসান মিয়া বাদী হয়ে আমিনপুর থানা একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
আমিনপুর থানার অফিসার ইনচার্জ আনিসুর রহমান বলেন ঘটনা জানার পড় আমরা সেখানে গিয়েছি, সুস্থ তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তিদেরকে আইনের আওতায় আনা হবে ।
এফআর/অননিউজ