পাবনায় নামাজরত বাবাকে কুপিয়ে হত্যা করল মাদকাসক্ত ছেলে
অনলাইন ডেস্ক।।

পাবনায় নামাজরত অবস্থায় বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে। রোববার (২ নভেম্বর) রাত ৮টার দিকে সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের পুরাতন ভাদুরডাঙ্গী গ্রামে এ নির্মম ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি নিজাম প্রামাণিক (৬০), পেশায় কৃষক। তিনি স্থানীয় মৃত ইন্তাজ প্রামাণিকের ছেলে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, নিজাম প্রামাণিক প্রতিদিনের মতো নতুন বাজারে দুধ বিক্রি করে সন্ধ্যায় বাড়ি ফেরেন। খাওয়া-দাওয়া শেষে এশার নামাজে দাঁড়ানোর পর তাঁর ছেলে মোস্তফা প্রামাণিক হঠাৎ দরজা আটকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে পিতার মৃত্যু নিশ্চিত করে। এরপর পাশের ঘরে গিয়ে নিজেকে তালাবদ্ধ করে বসে থাকে।
পরিবারের সদস্যরা চিৎকার শুনে ছুটে এসে দেখেন, নিজামের রক্তাক্ত মরদেহ মেঝেতে পড়ে আছে। পরে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে এবং ঘর থেকে মোস্তফাকে আটক করে থানায় নিয়ে যায়।
গ্রেপ্তারের সময় মোস্তফার ছুরিকাঘাতে সদর থানার এসআই আবু বকর সিদ্দিক, এসআই জিয়াউর রহমান ও এসআই আবু রায়হান আহত হন। আহতদের মধ্যে এসআই জিয়াউর রহমানকে সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে, বাকি দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
নিহতের আরেক ছেলে মিজানুর রহমান জানান, “আমরা খাওয়া-দাওয়া শেষে ঘুমিয়ে ছিলাম। হঠাৎ দেখি, রুম আটকিয়ে নামাজরত অবস্থায় বাবাকে কুপিয়ে হত্যা করে আমার ভাই। এর আগেও সে আমাকে মেহগনি ঢাল দিয়ে আহত করেছিল। মাদকাসক্ত হয়ে প্রায়ই বাবার কাছে টাকা চাইত, না দিলে বাড়িতে ভাঙচুর করত।”
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তকে আটক করা হয়েছে। এ ঘটনায় তিনজন এসআই আহত হয়েছেন।”
সূত্রঃ বিডি24লাইভ
আই/অননিউজ২৪।।