পাবনার সদর উপজেলা চরতারাপুর ইউনিয়নে দীঘাগোয়াল বাড়ী পদ্মা নদী থেকে বালু উত্তোলনের প্রতিবাদ করায় মহিলা মেম্বারের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত ১টার দিকে চরতারাপুর ইউনিয়নে চোখদারপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
স্থানীয় ও ভুক্তভোগী ৭,৮,৯ নং ওয়ার্ড মহিলা মেম্বার রেশমা খাতুন ও তার শ্বামী মতিয়ার শেখ বলেন, দীর্ঘদিন ধরে বালুদুস্য হিলাল, সোহাগ, রাজ্জাক বিশ্বাস গং সদর উপজেলা চরতারাপুর ইউনিয়নের দিঘাগোয়াল বাড়ী পদ্মা পাড়ে বালু তুলে আসছিল।
বেস কয়েকদিন আগে বালু তোলার বন্ধের কথা বললে তাদের মধ্যে বাগবিতণ্ডার সৃষ্টি হয় এবং বালুদুস্যরা দেখে নেওয়ার হুমকি দেন। গত রাত এক টার সময় আমার বাড়ির লক্ষ্য করে ইট পাটকেল ছোড়ে এবং ভাঙচুর চালায় অকথ্য ভাষায় গালিগালাজ করে চলে যায় তারা। এই ঘটনার পর থেকে আমি আমার পরিবার দুশ্চিন্তায় দিন পার করছে। আবার কখন আমাদের উপর হামলা হয়। তাই প্রশাসন কর্মকর্তাবৃন্দদের কাছে বালু তোলা বন্ধু ও হামলা কারীদের চিহ্নিত করে বিচারের দাবি জানান।
হিলাল, সোহাগ, রাজ্জাকের সাথে যোগাযোগ করা হলেও এই বিষয় তারা বক্তব্য দিতে অপারগতা পোষণ করেছেন।
এ ঘটনায় পাবনার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন। ঘটনা স্থলে আমাদের অফিসার পরিদর্শন করেছেন এখনো কোন অভিযোগ পাইনি অভিযোগ পেলে আইননুক ব্যবস্থা নেয়া হবে।