পাবনার ছেলে এইচ. রাইনাদ খান রোহান ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিউক্লিয়ার ইন্জিনিয়ারিং ডিপার্টমেন্ট হতে বি. এসসি অনার্স পরীক্ষায় রেকর্ড মার্কস ( বিভাগে এ যাবত কালের সর্ব্বোচ্চ নম্বর) পেয়ে ১ম শ্রেণীতে ১ম হয়ে উত্তীর্ণ হয়েছেন। তিনি স্কয়ার স্কুল ও নটরডেম কলেজের ছাত্র ছিলেন। রোহানের এই কৃতিত্বপূর্ণ সাফল্যের জন্য অভিনন্দন জানিয়েছেন জনাব তপন চৌধুরী, ম্যানেজিং ডিরেক্টর, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড, জনাব অঞ্জন চৌধুরী পিন্টু, ম্যানেজিং ডিরেক্টর, স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড ও স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড, জনাব শাহনাজ সুলতানা খতিব, প্রিন্সিপ্যাল, স্কয়ার স্কুল এন্ড কলেজ এবং স্কয়ার গ্রুপের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
রোহান এবং স্কয়ার স্কুলকে বিশেষভাবে অভিনন্দন জানিয়েছেন জনাব ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী, বীর বিক্রম, পি এইচ ডি, মাননীয় প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা (মন্ত্রী)। উল্লেখ্য যে, রোহানের বাবা আব্দুল হালিম খান স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড, পাবনায় সহকারী মহাব্যবস্থাপক (এজিএম), উৎপাদন হিসেবে কর্মরত। তার পৈত্রিক বাড়ি সুজানগর উপজেলা আহম্মাদপুর । রোহান লেখাপড়া শেষ করে ভাল চাকরী করবে, দেশের জন্য কাজ করবে এমন প্রত্যাশা রেখে দেশবাশী সবার কাছে দোয়া চায়।
এসকেডি/অননিউজ