গত ২৭ ডিসেম্বর মঙ্গলবার র্যাব-১২, সিপিসি-২ পাবনায় একটি আভিযানিক দল ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি কিশোর রায় পাবনা জেলার ভাঙ্গুড়া থানার শ্রী রতন কুমার শীল পিতা-মৃত শচীন্দ্র নাথ শীল, হীরা কুমার শীল, পিতা- শ্রী রতন কুমার শীল, উভয় সাং-অষ্টমনিষা, থানা- ভাঙ্গুড়া, জেলা- পাবনাকে গ্রেফতার করে।
গ্রেফতার পূর্বক আসামীর নিকট হতে রেজিষ্টারে লিপিবদ্ধ মজুদের অতিরিক্ত ১০০ লিটার অবৈধ নেশা জাতীয় মাদকদ্রব্য চোলাইমদ, রেজিষ্টার খাতা ০২টি এবং নগদ ১৫,৩৭০/- (পনের হাজার তিনশত সত্তর) টাকা উদ্ধার করে।
ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবত অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য চোলাইমদ অবৈধভাবে মজুদের অতিরিক্ত নিজ হেফাজতে রেখে অনঅনুমোদিত ব্যক্তিদের নিকট নিজ এলাকাসহ বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছিল।
আয়েশা আক্তার/অননিউজ24