প্রতি বছর ২৮ সেপ্টেম্বর বিশ্ব জলাতঙ্ক দিবস পালন করা হয়। জলাতঙ্ক রোগের সচেতনতা, প্রতিরোধ ও নিয়ন্ত্রণ গড়ে তুলতে এই বিশেষ দিনটি উদযাপন করা হয়ে থাকে। এই দিবসটি উদযাপনের উদ্দেশ্যই হল জলাতঙ্কের বিরুদ্ধে সারা বিশ্বের মানুষকে এক জোট করা। জুনোটিক ডিজিজ কন্টোল প্রোগ্রাম সিডিসি সস্থ অধিদপ্তর এর উদ্যেগে ডগ ক্যাচার মোঃ ইব্রাহিম বিশ্বাস এর নেতৃত্বে মঙ্গলবার সকালে পাবনা সদর উপজেলার গয়েশপুরে বিশ্ব জলাতঙ্ক দিবস পালন করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন গয়েশপুর ইউনিয়ন আ.লীগের সহ-সভাপতি মোঃ আব্দুল হাই,ওয়াড আ.লীগের সভাপতি হাবিবুর রহমান সান, ইউপি সদস্য আমজাদ হোসেন, এস.এম. মাহবুবুর রহমান সহ আরো অনেকে উপষ্থিত ছিলেন। ডগ ক্যাচার মোঃ ইব্রাহিম বিশ্বাস জানান, জলাতঙ্ক ভাইরাসঘটিত একটি রোগ যা লিসা ভাইরাসের কারণে ঘটে থাকে।
পশু থেকে মানুষের মধ্যে ক্ষতের মাধ্যমে বা আঁচড়ের মাধ্যমে বা সরাসরিভাবে লালার মাধ্যমে ছড়াতে পারে। শরীর অক্ষত থাকলে বা আঘাতপ্রাপ্ত না হলে এই রোগটি ছড়ায় না। পেশী বা চামড়ায় এই ভাইরাসটি দেখা দিলে তা ক্রমশ মস্তিষ্কে ছড়িয়ে পড়ে। মাথায় ভাইরাসটি ছড়িয়ে পড়ার পর ভাইরাস আক্রান্ত ব্যক্তিটির মধ্যে উপসর্গ ও লক্ষণগুলো দেখা যায়।