গোপন সংবাদের ভিত্তিতে গত ১৬ নভেম্বর ০৭-৩০ ঘটিকার সময় র্যাব-১২, সিপিসি-২ পাবনার একটি আভিযানিক দল ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান এর নেতৃত্বে “পাবনা জেলার সাথিয়া থানাধীন কাশিনাথপুর বাজারের ধৃত ০২ নং আসামী মোঃ আজিজুল মোল্লার মদিনা জুয়েলার্স নামক দোকানের সামনে এই অভিযান পরিচালনা করাহয়।
পাবনা জেলার আমিনপুর থানার আহম্মদপুর গ্রামের মৃত হাতেম আলীর ছেলে আলমগীর হোসেন,মালঞ্চি গ্রামের আমিনপুর থানা আঃ হক মোল্লার ছেলে আজিজুল মোল্লা,এবং সাথিয়া থানার মরিচপুরান গ্রামের আব্দুর রশিদের ছেলে সুজন শেখকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীদের নিকট হতে ৫০১ (পাঁচশত এক) পিচ অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট, ০৩টি মোবাইল, ০৪টি সীম কার্ড এবং নগদ ৫৩৬০ (পাঁচ হাজার তিনশত ষাট) টাকা উদ্ধার করে।
ধৃত আসামীদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তাহারা দীর্ঘদিন যাবত অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট নিজেদের হেফাজতে রেখে নিজ জেলার বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছিল। এ সংক্রান্তে ধৃত আসামীদের বিরুদ্ধে পাবনা জেলার সদর থানায় এজাহার দায়ের করা হচ্ছে।
আয়েশা আক্তার/অননিউজ24