র্যাব-১২, সিপিসি-২ পাবনার আভিযানিক দল অদ্য ০৭ ডিসেম্বর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এ এস পি কিশোর রায় এর নেতৃত্বে “পাবনা জেলার আটঘরিয়া থানাধীন হাপানিয়া এলাকা হতে” যুগ্ন দায়রা জজ ২য় আদালত পাবনার মামলা নং-এস সি ১০৪৭/১৭, প্রসেস নং-৩৬/১৯ মোতাবেক “১০,৭৮,০০০ (দশ লক্ষ আটাত্তর হাজার) টাকা অর্থ দন্ড ও ০১ (এক) বৎসরের বিনাশ্রম কারাদন্ড” সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী এইচ এম এ সালাম (৪৫) পিতা- মোঃ জামাল উদ্দিন সাং- হাপানিয়া, থানা- আটঘরিয়া, জেলা-পাবনা ’কে গ্রেফতার করা হয়।
সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামীকে গ্রেফতার করিয়া আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে পাবনা জেলার আটঘরিয়া থানায় আসামীকে হস্তান্তর করা হয়েছে।
আয়েশা আক্তার/অননিউজ24