পারিবারিক বিরোধে কাজী নিজামের মালামাল লুটের ঘটনায় জড়িতদের বিচার চাইলেন বিএনপি নেতাকর্মীরা
সোনাগাজী, ফেনী, প্রতিনিধি।।
ফেনীর সোনাগাজীতে পারিবারিক বিরোধে কাজী নিজামের ঘরের মালামাল লুটের ঘটনায় জড়িতদের বিচার চাইলেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।
মতিগঞ্জ ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার নিজাম পরিবারের সদস্যদের নিয়ে ঢাকা বসবাস করছেন। এদিকে তার ভাই চরচান্দিয়া ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার শিহাব উদ্দিন ও ভাগ্নেদের সঙ্গে জমি নিয়ে তার বিরোধ চলছে। পারিবারিক বিরোধের জেরে নিজামের ভাই ওলামা লীগ নেতা কাজী শিহাব উদ্দিন ও ভাগ্নে মাজহারুল ইসলাম, হাসান, বাবু, শরীফ সহ বেশ কয়েকজন ভাড়াটে সন্ত্রাসী নিয়ে নিজামের ঘরে থাকা ফ্রিজ, খাট, আলমিরা, ওয়্যার ড্রপ, সোফা সহ প্রায় পাঁচ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে বিক্রি করে দেন।
ঘটনাটি ঘটেছে গত ২০জানুয়ারি উপজেলার চরচান্দিয়া গ্রামের মহেশ্চর গ্রামের মৌলভী বাড়িতে। এ ঘটনায় বিএনপি নেতাদের ও স্থানীয় সাংবাদিকদের মুঠোফোনে বিষয়টি ক্ষতিগ্রস্ত নিজাম জানালে সর্বমহলে তোলপাড় সৃষ্টি হয়। চরচান্দিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক নেতা নুরনবী মেম্বার, পৌর সমবায় দলের সভাপতি শাহীন আলম, ওয়ার্ড বিএনপির নেতা আবুল কাসেম সহ বিএনপি নেতাকর্মীরা বলেন, কাজী শিহাব উদ্দিন ওলামা লীগ নেতা ছিলেন। তিনি বোল পাল্টিয়ে নিজেকে এখন জামায়াত কর্মী পরিচয় দেন। যুবলীগের সাবেক সন্ত্রাসীদের সঙ্গে নিয়ে নিজের ভাইয়ের ঘরের মালামাল লুটে করে নিয়ে গেছেন। অথচ নিজাম বিএনপি নেতাকর্মীদের সন্দেহ করে বিভিন্নস্থানে ফোন দিচ্ছেন। এ ঘটনায় বিএনপি নেতাকর্মীদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে জানতে চাইলে কাজী শিহাব উদ্দিন কোন মন্তব্য করতে রাজি হননি।
এফআর/অননিউজ