কারিনা কাপুর খান নন, ‘সীতা: দ্য ইনকারনেশন’-এ সীতার চরিত্রে দর্শকের সামনে আসবেন কঙ্গনা রনৌত। আর সেটা করতে নাকি বড় ধরনের পারিশ্রমিক চেয়েছেন এই তারকা।
অঙ্কটা চোখ কপালে তোলার মতো- ৩২ কোটি রুপি। যা কারিনার তিনগুণ। শুধু কারিনা নন, ভারতের আর কোনও নায়িকাই এত টাকা পারিশ্রমিক পান না।
এদিকে, পরিচালক অলৌকিক দেশাই জানিয়েছেন, ‘সীতা: দ্য ইনকারনেশন’-এ থাকছেন কঙ্গনাই।
তিনি নিজে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছেন, ছবিতে মূল চরিত্রে অভিনয় করবেন কঙ্গনা। দীর্ঘদিন ধরে এর নায়িকার জন্য খোঁজ চলছিল। প্রতিযোগিতায় ছিলেন কারিনা কাপুর খান, দীপিকা পাডুকোনের মতো হেভিওয়েট অভিনেত্রীরা।
কিন্তু শেষমেষ সবাইকে সরিয়ে শেষ হাসি হাসলেন কঙ্গনাই।
জানা যায়, এই চরিত্রের জন্য মাস কয়েক আগে অভিনয়ের জন্য দর বাড়িয়ে ১২ কোটি চেয়েছেন কারিনা। যা নিয়ে সোশ্যাল হ্যান্ডেলে হয়েছে সমালোচনা। আর এবার কঙ্গনা চাইলেন ৩২ কোটি রুপি।
সূত্র: জি-নিউজ
জেনিফার_____২১ সেপ্টেম্বর ২১