পিআর নয়, আরপিও অনুযায়ী হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন।
স্টাফ রিপোর্টার

ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট করতে নির্বাচন কমিশন জোরেসোরে প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। নির্বাচনের আগে সব ধরনের গোলমাল ঠান্ডা হয়ে যাবে এবং সর্বশক্তি দিয়ে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা হবে বলেও জানান সিইসি। এদিকে পিআর পদ্ধতিতে নয়, আরপিও অনুযায়ীই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার।
বৃহস্পতিবার আগারগাঁও নির্বাচন ভবনে নির্বাচনের সার্বিক প্রস্তুতি ও অগ্রগতি নিয়ে গণমাধ্যমের সাথে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। ফেব্রুয়ারিতে ভোট অনুষ্ঠিত হবে কিনা এমন গুঞ্জন ও অনিশ্চয়তার মধ্যে সিইসি জানান, ফেব্রুয়ারির প্রথমার্ধে একটি ঐতিহাসিক নির্বাচন করতে যা যা করা দরকার তার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে ইসি। এজন্য রাজনীতিবিদসহ সবার সহযোগিতা চেয়েছেন তিনি।
আগামী নির্বাচনে সবার জন্য সমান সুযোগ তৈরিতে ইসি সর্বশক্তি প্রয়োগ করবে।
সংখ্যানুপাতিক ভোটের দাবিতে চলমান আন্দোলনের মধ্যেই সিইসি স্পষ্ট করেন, পিআর পদ্ধতিতে নয় সংবিধান অনুযায়ী ভোট হবে।
এদিকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আবারো শাপলা প্রতীক বরাদ্দ চেয়ে ইসিতে চিঠি দিয়েছে। বিষয়টি নিয়ে কমিশন সভায় সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান প্রধান নির্বাচন কমিশনার।
ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী ২৮ সেপ্টম্বর থেকে শুরু হচ্ছে সংলাপ। সংলাপে জাতীয় পার্টি আমন্ত্রণ পাবে কিনা তা সময়ই বলবে বলে জানান
jn