ইংল্যান্ডের বিপক্ষে আগামী ১ মার্চ শুরু হচ্ছে দ্বিপাক্ষিক সিরিজ। তাই সদ্যই বিপিএল শেষ করে বাংলাদেশি ক্রিকেটাররা নিজেদের মতো করে ছুটির সময় কাটাচ্ছেন। তবে এই সময়েই পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে গিয়েছিলেন টাইগার পোষ্টারবয় সাকিব আল হাসান।
পিএসএলের অষ্টম আসরে পেশোয়ার জালমির হয়ে একটি ম্যাচে মাঠেও নেমেছিলেন সাকিব। ব্যাট হাতে অপরাজিত ১ রান ও বল হাতে তিন ওভারে ৩১ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন সাকিব। তাই দ্বিতীয় ম্যাচেই তার বদলে ক্যারিবিয়ান রভম্যান পাওয়েলকে খেলায় বাবর আজমের দল।
তবে টুর্নামেন্টের মাঝপথেই পিএসএল ছাড়লেন বাংলাদেশের তারকা এই ক্রিকেটার। এজন্য পাকিস্তান থেকে উড়াল দিয়ে যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে গেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। সাকিবের বদলি হিসেবে আফগানিস্তানের আজমতউল্লাহ ওমরজাইকে দলে টেনেছে পেশোয়ার জালমি।
রোববার (১৯ ফেব্রুয়ারি) পেশোয়ার ফ্রাঞ্চাইজি এক আনুষ্ঠানিক বিবৃতিতে সাকিবের পিএসএল ছাড়ার কথা জানিয়েছে। তবে সাকিবের দল পেশোয়ার যদি টুর্নামেন্টের প্লে-অফে খেলার সুযোগ পায় তবে আবারও সেখানে তাকে দেখা যেতে পারে।
এবার বিপিএলেও বেশ উড়ন্ত ফর্মে ছিলেন সাকিব আল হাসান। ফরচুন বরিশালের এই অধিনায়ক ব্যাট হাতে প্রায় ১৭৫ স্ট্রাইক রেটে ৩৭৫ রান ও বল হাতে ১০ উইকেট শিকার করেছিলেন।
যদিও তার দল বরিশাল এলিমিনেটর রাউন্ডেই বিদায় নিয়েছিল। তবে টুর্নামেন্টের সেরা একাদশে জায়গা পান বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি দলের এই অধিনায়ক।
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: onnews24@gmail.com
www.onnews24.com