পিরোজপুর জেলায় ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। জেলায়-বাংলাদেশ ছাত্রলীগের -৭৪ তম জন্মদিন উপলক্ষে -৭৪ পাউন্ডের কেক কেটেছে পিরোজপুর জেলা ছাত্রলীগ।
আজ মঙ্গলবার সকাল-১১.৩০ মিনিটে জন্মদিন উপলক্ষে একটি র্যালি জেলা স্টেডিয়াম থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে টাউন ক্লাব স্বাধীনতা মঞ্চে শেষ হয়।
র্যালিতে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য এ কে এম এ আউয়াল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট এম এ হাকিম হাওলাদার, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও পৌর মেয়র হাবিবুর রহমান মালেক, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খালেক, পৌর কাউন্সিলর সাদউল্লাহ্ লিটন, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান মানিক, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইরতিজা হাসান রাজু, জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম টিটু ,সাবেক যুগ্মসাধারণ সম্পাদক বারী তালুকদার জয়েন , পৌর ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ মামুন শেখ ,কলেজ ছাত্রলীগ নেতা মোঃ সিরাজুল ইসলাম মামুন-সহ যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।