১৯৭১ সালের আজকের দিনে পিরোজপুর পাক-হানাদার বাহিনী মুক্ত হয় নানান আয়োজনে পিরোজপুর এ দিবসটি পালন করা হয় পিরোজপুর জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদ খান টিটুর নেতৃত্বে পিরোজপুর জেলা ছাত্রলীগ শহীদ ভাগীরথী চত্বরে শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন।
১৯৭১ সালের ১৩ ই সেপ্টেম্বর ২ মটর সাইকেলে ২ পা বেধে শহরের বিভিন্ন স্থানে ঘুরিয়ে, বর্তমান ভাগীরথী চত্বর, কৃষ্নচূড়া মোড়ে এসে ২ মটর সাইকেল ২ দিকে চলে যায় মাঝখান থেকে ভাগীরথীর নিথর দেহটা ২ দিকে ছিন্নবিছিন্ন হয়ে যায় ভাগীরথীর একটাই অপরাধ ছিলো, তিনি মুক্তি যোদ্ধাদের সহযোগিতা করছিলেন ।
আয়েশা আক্তার/অননিউজ24