১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সকল শহীদ বুদ্ধিজীবীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে, শহীদ বেদীতে পিরোজপুর জেলা ছাত্রলীগের সন্মানিত সফল সভাপতি মোঃ জাহিদুল ইসলাম (টিটু) ভাইয়ের নেতৃত্বে আলোক প্রজ্জ্বলন করা হয়।
১৯৭১ সালের ডিসেম্বর মাসের ১ম সপ্তাহে যখন পাক হানা দার বাহিনী যখন বুঝতে পারলো, তাদের পরাজয় অনিবার্য, তখন তারা সিদ্ধান্ত নিলো, এ দেশের জাতির সূর্য সন্তানদের হত্যার পরিকল্পনার ছক করে।
ঐ সময়টায় দেশের অন্যান্ন জায়গার বুদ্ধিজীবিদের হত্যাকরার পর ১৪ ই ডিসেম্বর ঢাকায় এ দেশের রাজাকার, আলবদর, আল সামস এই সকল স্বাধীনতা বিরোধী অপশক্তি ও পাক হানাদার বাহিনীর দালালদের সহযোগিতায় লেখক, শিক্ষক, সাহিত্যিক, সাংবাদিক চিকিৎসক সহ জাতির দিকনির্দেশনা দেওয়া ব্যক্তিদের নির্বিচারে নির্মম, নির্দয় ভাবে হত্যা করে।
আহসানুজ্জামান সোহেল/অননিউজ24।।