প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতায় উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম (পিইডিপি-৪, সাব-কম্পোনেন্ট ২.৫) আওতায় ঝরে পড়া এবং কখনও স্কুলে যায়নি এমন ৩০জন শিক্ষার্থীকে নিয়ে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে দেশিয়াপাড়া উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয়ের উদ্বোধন করা হয়েছে।বৃহস্পতিবার সকালে জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন এবং বই বিতরণের মধ্য দিয়ে শিখন কেন্দ্রটির উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আখতারুল ইসলাম ও উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম এর উদ্বোধন করেন।
এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: আরিফুল্ল্যাহ্, জাবরহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জিয়াউর রহমান, পীরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক নশরতে খোদা রানা, লিমন সরকার ইউপি সদস্য সুবাস চন্দ্র দেবশর্মা, এসএমসি’র সভাপতি মনতোষ দেবশর্মা, প্রকল্পের ফোকাল পার্সন ও ইএসডিও’র এপিসি নির্মল মজুমদার, এপিসি শাহ্ মো: আমিনুল হক, প্রকল্পের জেলা ম্যানেজার মো: রফিকুল ইসলাম, উপজেলা ম্যানেজার ধীমান দেবনাথ, কেন্দ্রের শিক্ষিকা সাধনা দেবশর্মা, উপজেলা ম্যানেজার ওলিয়র রহমান, প্রকল্পের সুপাভাইজারবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।