পীরগঞ্জে তীব্র শীতের মধ্যে অসহায় ও শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন উপজেলা নির্বাহী অফিসার তাছবীর হোসেন। শীতের কনকনে ঠান্ডায় কষ্টে থাকা দুস্থ ও অসহায়দের মাঝে কম্বল বিতরণ করে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেন তিনি।
উপজেলার জাবরহাট ও বৈরচুনা ইউনিয়নে এলাকায় শীতার্তদের খোঁজ নিয়ে উপজেলা নির্বাহী অফিসার নিজ হাতে কম্বল তুলে দেন। এ সময় তিনি বলেন, শীতার্ত মানুষের কষ্ট লাঘব করা প্রশাসনের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। শীতের প্রকোপ যতদিন থাকবে, ততদিন এই সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
কম্বল পেয়ে উপকৃত শীতার্তরা উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্থানীয়রা জানান, এই উদ্যোগ শীতার্ত মানুষের জন্য বড় স্বস্তি এনে দিয়েছে।
এ ধরনের মানবিক কার্যক্রম সমাজে সহমর্মিতা ও মানবিকতার বার্তা ছড়িয়ে দেবে বলে মনে করছেন সচেতন মহল।
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: onnews24@gmail.com
www.onnews24.com