নানা কর্মসূচির মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২২ পালিত হয়েছে। পীরগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে দুর্যোগ প্রশমন দিবসে র্যালি, অগ্নিনির্বাপক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে ফায়ার সার্ভিস সদস্যরা অগ্নিনির্বাপক মহড়া প্রদর্শন
করে।
প্রেস ক্লাব সভাপতি জয়নাল আবেদীন বাবুলের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ আখতারুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা . জাহাঙ্গীর ইসলাম ,পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক প্রমুখ।