পীরগঞ্জে আপন মামা’র বিরুদ্ধে মামলা করে নিরাপত্তাহীনতায় ভাগিনার পরিবার

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি ঃ

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে জমি-জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে আপন মামার নেতৃত্বে সংঘবদ্ধ হামলায় স্কুলপড়ুয়া দুই শিক্ষার্থী ও একজন গৃহবধূ গুরুত্বর আহত হয়েছেন। গত ১৬ জুলাই উপজেলার পীরগঞ্জ সদর ইউনিয়নের ভাকুড়া গ্রামে এ ঘটনাটি ঘটে ।
এ ঘটনায় ভুক্তভোগী রইসুল আলম বাদী হয়ে পীরগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। মামলা করার পরে অভিযুক্তরা ধারালো অস্ত্রসহ তার বাড়ির আশেপাশে প্রকাশ্যে ঘোরাফেরা করে হুমকি দিচ্ছে। এতে পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে বুধবার দুপুরে (৩০ জুলাই) পীরগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন ভূক্তভোগী পরিবারের সদস্যরা। এ সময় আহত শিক্ষার্থীদের সহপাঠী ও সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধনে অংশ নেন।
সংবাদ সম্মেলনে রইসুল আলম নামে এক ভূক্তভোগী জানান, তার আপন মামা উপজেলার ভাকুড়া গ্রামের আবুল কালাম আজাদের সাথে দীর্ঘদিন ধরে সম্পত্তি নিয়ে তাদের সাথে পারিবারিক বিরোধ করে আসছিলেন। গত ১৬ জুলাই বিকাল ৩টার দিকে তার দুই ছেলে ফাহিম শাহরিয়ার ও সাইদ হাসান কোচিং শেষে বাড়ি ফেরার সময় স্থানীয় সাইফুল ইসলামের বাড়ির সামনে পৌঁছালে তার মামা আবুল কালাম আজাদ ও তার পরিবারের সদস্যরা পূর্ব পরিকল্পিতভাবে তাদের উপর চড়াও হয় এবং হাতে থাকা ধারালো ছোরা দিয়ে তার ছেলে সাইদ হাসানের মাথায় কোপ মারেন, ফলে মাথায় গুরুতর কাটা ও রক্তাক্ত জখম হয় এবং মাথায় ৬টি সেলাই দিতে হয়েছে। মেহেরুন নেছা ও খতেজা বেগম নামে দুই নারী সাইদকে এলোপাতাড়ি মারধর করে এবং একই সময় ফাহিম শাহরিয়ারের গলা টিপে ধরে শ্বাসরোধ করে হত্যাচেষ্টা চালানো হয়।
মা লাবনী আক্তার ছেলেদের উপর হামলার কথা শুনে ঘটনাস্থলে সন্তানদের রক্ষা করতে গেলে তাকেও বিবাদীরা বেধড়ক মারপিট করে, পরিধেয় কাপড় ছিঁড়ে বিবস্ত্র করে শ্লীলতাহানি ঘটায় বলে অভিযোগ করেন রইসুল আলম।
স্থানীয়রা ছুটে এসে তাদের উদ্ধার করলে আহতদের প্রথমে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়, পরে অবস্থা গুরুতর হওয়ায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী রইসুল আলম বাদী হয়ে পীরগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। তবে মামলার পরেও অভিযুক্তরা ধারালো অস্ত্রসহ তার বাড়ির আশেপাশে ঘোরাফেরা করে হুমকি দিচ্ছে বলে তিনি অভিযোগ করেন। এতে পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।
তিনি বলেন, আমি ও আমার পরিবার বর্তমানে চরম আতঙ্কে দিন কাটাচ্ছি। আমি প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক এবং আমার পরিবারের নিরাপত্তা প্রদান করা হোক।
এ বিষয়ে আবুল কালাম আজাদের সাথে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।
পীরগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম বলেন, মারামারি’র ঘটনায় মামলা হয়েছে। আসামীদের গ্রেপ্তার করতে পুলিশ চেষ্টা করছে।

ই/অননিউজ ২৪

আরো দেখুনঃ