“টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগন্য” এ প্রতিপাদ্যে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ঠাকুরগাওয়ের পীরগঞ্জে র্যালী ও আলোচনা সভার আয়োজন করে বে-সরকারী সংস্থা ইকে-সোসাল ডেভেলেপমেন্টঅর্গানাইজেশন(ইএসডিও)।
মঙ্গলবার বিকালে হেকস্ ইপারের সহযোগীতায় সংস্থার প্রেমদীপ প্রকল্পের আয়োজনে উপজেলার জাবরহাট ইউনিয়নে এ কর্মসূচী পালন করা হয়। জাবরহাট ইউনিয়ন পরিষদ চত্বরে ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ভারতি রানী রায়, ইউপি সদস্য সমর চন্দ্র রায়, সংস্থার প্রকল্প সমন্বয়কারী কাজী সিরাজুস সালেকিন, আদিবাসী নেতা শান্তনা হাজদা, ক্লারা টুডু প্রমূখ।
মুল প্রবন্ধ উপস্থাপন করেন রোজিনা আকতার। এ সময় পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা সহ পরিষদের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। এর আগে একটি বণাঢ্য র্যালী জাবরহাট এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।