পীরগঞ্জে কিশোরী গৃহবধুর রহস্যজনক মৃতু-স্বামী আটক

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে লামিয়া আকতার নামে ১৪ বছর বয়সী এক কিশোরী গৃহবধুর রহস্য জনক মৃত্যু হয়েছে। রবিবার সকালে উপজেলার কোষামন্ডলপাড়ায় স্বামীর বাড়ি থেকে ঐ গ্রহবধুর মরদেহ উদ্ধার করে পুলিশ। স্বামী বলছেন, গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেছে আর গৃহবধুর বাড়ির লোকজন বলছেন- হত্যা করে আত্নহত্যা বলে চালিয়ে দেওয়া চেষ্টা করা হচ্ছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ঐ গৃহবধুর স্বামী বাদল ইসলামকে আটক করেছে পুলিশ।
এলাকাবাসী জানায়, উপজেলার কোষামন্ডলপাড়া গ্রামের বাদশা আলমের ছেলে বাদল ইসলাম ও উপজেলার থুমনিয়া শাহাপাড়া গ্রামের রবিউল ইসলামের ১৪ বয়সী কিশোরী কন্যা লামিয়া প্রায় ৮ মাস আগে প্রেম করে এফিডেভিটের মাধ্যমে বিয়ে করে। ছেলে পক্ষ এ বিয়ে মেনে নিলেও মেয়ে পক্ষ মেনে নেয়নি। এ অবস্থায় কোষামন্ডল পাড়ায় নিজ বাড়িতে সংসার করে আসছিল বাদল ও লামিয়া। অন্যান দিনের মত শনিবার রাতে খাওয়া দাওয়া শেষে নিজ শয়ন ঘড়ে ঘুমিয়ে পড়েন তারা। রাতে লামিয়া ঘড়ের তীরের সাথে ওরনা পেচিয়ে আত্নহত্যা করেছে বলে ভোর রাতে প্রচার চালায় তার স্বামী বাদল। এলাকার লোকজন এসে লামিয়াকে মৃত অবস্থায় দেখতে পায়। খবর পেয়ে সকালে মরদেহ উদ্ধার করে থানা পুলিশ এবং জিজ্ঞাসাবাদের জন্য স্বামী বাদল ইসলামকে আটক থানায় নেওয়া হয়। বাদলের দাবী তার স্ত্রী আত্নহত্যা করেছে। এদিকে লামিয়ার পিতা রবিউল এবং চাচা ফজলুল হক জানান, লামিয়ার শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের দাগ তারা দেখেছেন। আত্নহত্যা নয়, লামিয়াকে হত্যা করে আত্নহত্যা বলে চালানোর চেষ্টা করা হচ্ছে।
পীরগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম জানান, এক গৃগবধুর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং জিজ্ঞাসাবাদের জন্য ঐ গৃহবধুর স্বামীকে আটক করা হয়েছে। তদন্ত চলছে। পরে বিস্তারিত জানানো হবে।

আই/অননিউজ২৪।।

আরো দেখুনঃ