ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মোটর সাইকেল চুরি করে পালানোর সময় আবারো জনতার হাতে আটক হয়েছে অর্ধশত মোটর সাইকেল চুরি মামলার আসামী কুখ্যাত মোটর সাইকেল চোর ও, পার্শ্ববর্তী রানীশংকৈল পৌরসভার সাময়িক বরখাস্ত হওয়া কাউন্সিলর আব্দুর রাজ্জাক।
পুলিশ বুধবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে।স্থানীয়রা জানায়,উপজেলার বৈরচুনা ইউনিয়নের শিরাইল গ্রামের আজিরউদ্দীনের ছেলে নুরুল ইসলাম তার বাজাজ ১২৫ সিসি ডিসকোভার মোটর সাইকেল নিয়ে মঙ্গলবার সন্ধার দিকে বৈরচুনা সড়ক পাড়ায় তার শশুর বাড়িতে যায়। মোটর সাইকেলটি বাড়ির সদর দরজার সামনে রেখে ভিতেরে গিয়ে শশুরের সাথে কথা বলে অনুমান ২০ মিনিট পর বের হয়ে দেখতে পান, কুখ্যাত মোটর সাইকেল চোর রাজ্জাক ও তার দুই সহযোগী মোটর সাইকেলটি নিয়ে পালিয়ে যাচ্ছে। এ সময় অন্য একটি মোটর সাইকেলে
করে তাদের ধাওয়া করেন নুরুল এবং মোবাইল ফোনের মাধ্যমে বিভিন্ন জনকে খবর দেয়। এক পর্যায়ে সন্ধা ৬ টার দিকে নওয়াপাড়া মোড় এলাকায় রাজ্জাক ও তার সহযোগীদের গতিরোধ করা হলে অন্যরা পলিয়ে যায়। জনতার হাতে আটক হয় রাজ্জাক। জনতা তাকে গন ধোলাই দেয়। পরে থানা পুলিশ
গিয়ে রাজ্জাককে জনতার কবল হতে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। এ ঘটনায় থানায় নুরুল ইসলাম বাদি হয়ে রাজ্জাকের বিরুদ্ধে মোটর সাইকেল চুরির মামলা দায়ের করেছেন।
পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর আলম জানান. রাজ্জাকের বিরুদ্ধে মোটর সাইকেল চুরির প্রায় অর্ধশত মামলা রয়েছে। জেল থেকে ছাড়া পাওয়া এক মাসও হয়নি তার। আবারো ধরা খেল সে। তার বিরুদ্ধে থানায় মোটর সাইকেল
চুরির মামলা করে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।