ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার উপজেলা পরিষদ কৃষক প্রশিক্ষণ হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেন।
এতে উপজেলা কৃষি অফিসার রাজেন্দ্র নাথ রায়ের সভাপতিত্বে কৃষকদের প্রশিক্ষণ প্রদান করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা সিরাজুল ইসলাম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক উদ্যান নাইমুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার লায়লা আরজুমান বেগম।
এ সময় উপ-সহকারী কৃষি কর্মকর্তা পংকজ কুমার সরকার উপস্থিত ছিলেন। কর্মশালা শেষে কৃষকদের মাঝে প্রশিক্ষণ সনদ প্রদান করা হয়।