পীরগঞ্জে গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে ঠাকুরগাওয়ের পীরগঞ্জ থানা পুলিশ। মঙ্গলবার সকাল সাড়ে ১১ টার দিকে পৌর শহরের জগথা হঠাৎ পাড়া থেকে মাদক সহ তাদের গ্রেফতার করা হয়।
পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের জগথা হঠাৎ পাড়ায় আইয়ুব আলী বাবুর্চির বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় ৫’শ গ্রাম গাঁজা ও গাঁজা বিক্রির নগদ ৩১০ টাকা সহ একই গ্রামের মহিরুল ইসলামের ছেলে জাহেরুল ইসলাম (৩১) ও সিরাজউদ্দীনের ছেলে সাইদুর রহমানকে(২৬) হাতে নাতে গ্রেফতার করা হয়। বাড়ির মালিক আইয়ুব আলী অভিযানের খবর পেয়ে পালিয়ে যায়। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করা হয়েছে। তারা মাদক ব্যবসার
সাথে জড়িত।
আহসানুজ্জামান সোহেল/অননিউজ24।।