ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে গাঁজা সেবন করে এলাকায় মাতলামি করার অপরাধে শুভ দাস নামে এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ দন্ডাদেশ দেন। শুভ দাস উপজেলার পাড়িয়া গ্রামের সুরন দাসের ছেলে। পুলিশ জানায়, শুভ দাস গাঁজা খেয়ে এলাকায় প্রায়ই মাতলামি করতো। এলাকার লোকজনের অভিযোগের প্রেক্ষিতে পুলিশ সোমবার সন্ধায় তাকে আটক করে।
আহসানুজ্জামান সোহেল/অননিউজ24।।