পীরগঞ্জে ছাত্রদলের বর্ধিত ও সদস্য ফরম বিতরণ
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা ও পৌর শাখা বাংলাদেশ জাতীয়তাদী ছাত্রদলের বর্ধিত সভা ও সদস্য গ্রহন ফর্ম বিতরণ অনুষ্ঠান হয়েছে। সোমবার পাইলট উচ্চ বিদ্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। পৌর ছাত্রদল সভাপতি শারিয়াতুন নবী সাগর এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জীবন হামিদ এর সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি সাবেক এমপি জাহিদুর রহমান জাহিদ। গেস্ট অফ অনার্স হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এসএম মজিদুল ইসলাম, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সাঈদ আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি রুহুল আমিন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজা, উপজেলা বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, সাংগঠনিক সম্পাদক জিল্লুর চৌধুরী, পৌর বিএনপির সহ-সভাপতি আসাদুজ্জামান চৌধুরী মানু, ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা ও লোকমান হোসেন। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদল সভাপতি মোহাম্মদ কায়েস। এছাড়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মেজবাউল হক সূর্য, সাবেক যুগ্ম আহবায়ক রবিউল ইসলাম ও আলমগীর। পরে ছাত্রদল পুনর্গঠনের লক্ষ্যে কলেজ ও বিশ্ববিদ্যালয় ছাত্রদের মাঝে সদস্য ফরম বিতরণ করা হয়।
ই/অননিউজ ২৪