ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে জরায়ু মুখে ক্যান্সার প্রতিরোধে জনসচতেনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডর আয়োজনে পীরগঞ্জ প্রেসক্লাব সভাকক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুলের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য দেন, জাতীয় সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ, পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব, পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ তানজিনা খাতুন, পীরগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মেহের ইলাহী, সহসভাপতি কাজী নুরুল ইসলাম, মামুনুর রশিদ মামুন, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, যুগ্ম সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন দুলাল সরকার, সাংগঠনিক সম্পাদক তারেক হোসেন, বৈরচুনা ইউয়নের চেয়ারম্যান টেলিনা সরকার হিমু, পৌর মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, সাংবাদিক এটিএম শামসুজ্জোহা, মোশাররফ হোসেন এবং নুরনবী রানা সহ প্রমূখ।