পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি।।
“নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন করা হয়েছে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে। মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য হাফিজ উদ্দীন আহাম্মেদ এর উদ্বোধন করেন। এর আগে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে বর্ণাঢ্য র্যালী, মাছের পোনা অবমুক্ত করা হয়। পরে উপজেলা অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজিরের সভাপতিত্বে উদ্বোধনী সভায় বক্তব্য দেন, ঠাকুরগাঁও- ৩ আসনের সংসদ সদস্য হাফিজ উদ্দীন আহাম্মেদ, উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ আখতারুল ইসলাম, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক, সিনিয়র মৎস্য কর্মকর্তা খালিদ মোশারফ, পীরগঞ্জ থানার ওসি আব্দুল লতিফ শেখ, পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুজ্জামান, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদন, মৎস্য চাষী ইউপি চেয়ারম্যান বিবেকানন্দ রায় নিমাই, আনোয়ার হোসেন প্রমূখ। শেষে ৩ জন সফল মৎস্য চাষী ও উদ্যোগক্তাকে সম্মাননা ক্রেস দেয়া হয়।
এসকেডি/অননিউজ