ময়মনসিংহের ত্রিশালে ২নং বইলর কানহর এ.ডি.এস. আলিম মাদ্রাসার ২০২২ পরিক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে ২নং বইলর ইউনিয়নের এ ডি এস আলিম মাদ্রাসা মাঠে পরিক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত হয়।
২নং বইলর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার মশিহুর রহমান শাহানশাহ এর সভাপতিত্বে ও সহকারী মৌলভী মাহফুজুর রহমানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মফিজুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন উপজেলা একাডেমিক সুপারভাইজার শাহানা আক্তার, ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল লতিফ মজনু,বইলর কানহর এ.ডি.এস.আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো নাজমুল হক, ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য শাহাদাত হোসেন বাবুল, ইউপি সদস্য ৪.৫. ৬ হাসনা বেগম ২নং বইলর ইউনিয়নের যুবলীগের আহ্বায়ক খালিদ হাসান (মিলু) প্রমুখ।