পীরগঞ্জ, ঠাকুরগাঁও প্রতিনিধি।।
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ৭০পিচ নিষিদ্ধ ভারতীয় মাদক ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানার পুলিশ।
শনিবার বিকালে উপজেলার সেনগাও ইউনিয়ন নসিবগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে মাদক সহ তাকে গ্রেপ্তার করা হয়।
থানার এস আই মোঃ আবদুল হালিম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে পুলিশের একটি টিম উপজেলা নসিবগঞ্জ বাজার এলাকায় অভিযান চালান। এ সময় জাহিরুল ইসলাম নামে এক মাদক ব্যবসায়ীর দেহ তল্লাসী করে ৭০ পিচ নিষিদ্ধ মাদক টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তার করা হয় তাকে। জাহিরুল উপজেলার দস্তমপুর গ্রামের মোখলেছুর রহমানের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে গোপনে মাদক ব্যবসা করে আসছিল।
পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ শেখ জানান, জাহিরুলকে মাদক সহ গ্রেপ্তার করে তার বিরুদ্ধে থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
এফআর/অননিউজ