ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে থানা পুলিশের সাথে নাগরিক সমাজ সংগঠনের নেতৃবৃন্দের সংলাপ হয়েছে। মানব কল্যাণ পরিষদ নামে একটি বে-সরকারি সংস্থার আয়োজনে রবিবার সকালে পীরগঞ্জ প্রেসক্লাব সভা কক্ষে এ সংলাপ অনুষ্ঠিত হয়।
উপজেলা নাগরিক সমাজ সংগঠনের সহ সভাপতি ও প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সংলাপ সভায় বক্তব্য দেন, থানার অফিসার ইনচার্জ ইন্সপেক্টর জাহাঙ্গীর আলম, পীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, দোয়েল সংস্থার চেয়ারম্যান তারেক হোসেন, মানব কল্যাণ পরিষদের প্রসপেক্ট প্রকল্পের পিএম রাশেদুল ইসলাম লিটন, এরিয়া কো-অর্ডিনেটর রওশন আরা রোজী, ফিল্ড ফেসিলেটিটর নিলুফা ইয়াসমিন মিষ্টি, কোষারানীগঞ্জ ইউনিয়ন ।
নাগরিক সমাজ সংগঠনের সভাপতি আখতারুল ইসলাম, চোপড়াবাড়ি আদিবাসিপাড়ার লিলি মূর্মূ, পাড়িয়া নাগরিক সমাজ সংগঠনের সভাপতি বাহা মুনি, হাজিপুর ইউনিয়ন নাগরিক সমাজ সংগঠনের সভাপতি ইমদাদুল হক, শ্যামপুর বানিয়াপাড়ার মহেন্দ্র নাথ প্রমূখ। সভায় মাদক ও নারী নির্যাতন প্রতিরোধ, কিশোর গ্যাং, মানবাধিকার, নাগরিক অধিকার, সুশান ও পুলিশের নানা ধরণে সেবা প্রাপ্তি বিষয়ে আলোচনা করা হয়।