ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে দুই শিশুকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগে দুইজনের বিরুদ্ধে মামলা হয়েছে। মঙ্গলবার রাতে পীরগঞ্জ থানায় তাদের বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়। পীরগঞ্জ থানা পুলিশ সুত্রে জানা যায়, মঙ্গলবার বেলা তিনটার দিকে উপজেলার দৌলতপুর ইউনিয়নের পূর্ব হাজীপুর টুঙ্গিপাড়া সরকারি আশ্রয়ন প্রকল্পের ২০ নম্বর বাড়ির বাসিন্দা শরিফুল ইসলামের ছেলে তাজমুল ইসলাম (১৫) আশ্রয়ন প্রকল্পে তার শয়ন ঘরে একই এলাকার এক চা দোকানীর চার বছর বয়সী শিশু কন্যাকে যৌন নিপীড়নের চেষ্টা চালায়।
বিষয়টি জানতে পেরে ওই শিশুর পিতা বাদী হয়ে তাজমুলের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ রাতেই অভিযান চালিয়ে তাজমুল কে গ্রেফতার করেছে।অপরদিকে মঙ্গলবার দুপুরে উপজেলার পাটুয়াপাড়া গ্রামের বাবুল হোসেনের ছেলে মিঠুন আলী (২০) একই এলাকার প্রথম শ্রেণীতে অধ্যয়নরত ৬ বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে বাড়িতে একা পেয়ে যৌন নিপীড়নের চেষ্টা করে।
এক পর্যায়ে ওই শিশু শিক্ষার্থীর মা দেখে ফেললে মিঠুন পালিয়ে যায়। এ ঘটনায় ওই শিশু শিক্ষার্থীর মাতা বাদী হয়ে রাতেই মিঠুনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন।
পুলিশ বুধবার ডাক্তারী পরীক্ষার জন্য ওই শিশু শিক্ষার্থীকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে পাঠিয়েছে।এ বিষয়ে পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর আলম বলনে, শশিু যৌন নপিীড়নরে ঘটনায় তাজমুল কে গ্রফেতার করা হয়ছে। অপরজনকে গ্রফেতাররে চষ্টো চলছে।