নিত্য প্রয়োজনীয় জিনিস পত্রে দাম বাড়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে ঠাকুরগাওয়ের পীরগঞ্জে। শনিবার সকাল সাড়ে ১১ টায় বাংলাদেশের কমিউিনষ্ট পার্টি(সিপিবি) পীরগঞ্জ উপজেলা শাখা এ কর্মসূচী পালন করে। শহরের বিভিন্ন সড়কে মিছিল শেষে পূর্ব চৌরাস্তায় সমাবেশ করেন তারা।
এতে বক্তব্য দেরন, জেলা সিপিবি’র সাধারণ সম্পাদক অ্যাড. আবু সায়েম, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, উপজেলা সিপিবি’র সভাপতি প্রভাত সমির শাহজাহান, সাধারণ সম্পাদক মুর্তজা আলম, সদস্য জহিরুল ইসলাম প্রমুখ। বক্তারা অবিলম্বে চাল, ডাল তেল, চিনি সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমানোর দাবি জানান।