ধর্ষন ও পর্নোগ্রাফি মামলায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌরসভার এক সাবেক কাউন্সিলরকে গ্রেফতার করেছে থানা পুলিশ। মঙ্গলবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন থানার ওসি জাহাঙ্গীর আলম।
তিনি জানান, এক নারীকে বিয়ের প্রলোভনে ধর্ষন ও ধর্ষনের ভিডিও চিত্র ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া অভিযোগে আদালতের নির্দেশে পীরগঞ্জ পৌর সভার ৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জাফরুল সহ ৩ জনের বিরুদ্ধে থানায় ধর্ষন ও পর্নোগ্রাফি আইনে মামলা হয়। সে মামলায় আজকে (মঙ্গলবার) ভেলাতৈড় এলাকা থেকে জাফরুলকে গ্রেফতার করা হয়।
মামলার অন্য আসামীরা হলেন ভেলাতৈড় গ্রামের নজমুল হকের ছেলে রুমন ও শহরের রনি আটো রাইস মিলের মালিক শাহজাহান আলীর ছেলে মোঃ রনি। তারা পলাতক রয়েছে।