ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে টাঙ্গন নদীতে ডুবে পায়েল(১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। সোমবার বিকালে তার মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।
পায়েল উপজেলার করনাই মোড়লপাড়া গ্রামের জরিফুল ইসলামের ছেলে।পীরগঞ্জ থানার উপ-পরিদর্শক শফিকুল ইসলাম জানান, দুপুরে পায়েল সহ কয়েক জন মিলে বাড়ির পাশে টাঙ্গন নদীতে মাছ ধরতে যায়। এক পর্যায়ে নদীর স্রোতে ভেসে যায় পায়েল। অন্যরা তাকে খোজা খুজি করে না পেয়ে এলাকার লোকজনকে খবর দেয়।
পায়েলের আত্মীয়-স্বজন সহ স্থানীয়রা তাকে নদীর পানিতে খুঁজতে থাকে। এদিকে খবর পেয়ে পীরগঞ্জ দমকল বাহিনী ও থানা পুলিশ ঘটনাস্থলে যায়। তবে ডুবুরী না থাকার কারণে দমকল বাহিনীর সদস্যরা উদ্ধার অভিযান চালাতে পারেনি। তবে প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে নদীর ডুবোচড়ে পায়েলের মরদেহ খুজে পায় স্থানীয়রা। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।