ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পুকুরের পানিতে ডুবে মুজাহিদ ইসলাম (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার ভোমরাদহ ইউনিয়নের ঘোড়াধাপ গ্রামে এ ঘটনা ঘটে। মুজাহিদ একই গ্রামের মোহাম্মদ মিস্টার আলীর ছেলে।
ভোমরাদহ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মজিদ জানান, মুজাহিদ সহ কয়েকজন শিশু বাড়ির পার্শে একটি পুকুরে মাছ দেখার জন্য যায়। এ সময় মুজাহিদ পুকুরে পড়ে গিয়ে পানিতে ডুবে যায়। পরে এলাকার লোকজন তাকে উদ্ধার করে পীরগঞ্জ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত ওসি এস আই আব্দুল হালিম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।