পীরগঞ্জ, ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জে পুকুরের পানিতে ডুবে সাদিয়া আকতার জেরিন নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সকালে উপজেলার কোষারানীগঞ্জ ইউনিয়নের শিতলপুর গ্রামে এই ঘটনা ঘটে। জেরিন ঐ গ্রামের জাহিদুর রহমানের মেয়ে।
পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ শেখ জানান, জেরিন বাড়ির উঠানে খেলা করছিল। এক পর্যায়ে বাড়ির পাশে পুকুরের পড়ে যায় সে। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে আনা হলে চিকিৎসক মৃত ঘোষনা করেন।
এফআর/অননিউজ