ঃ “ দুর্ঘটনা-দুর্যোগ হ্রাস করি বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ি ” এই প্রতিপাদ্যে ঠাকুরগাঁয়ের পীরগঞ্জে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২২ উদ্বোধন করা হয়েছে।মঙ্গলবার দুপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের আয়োজনে অফিস চত্তরে কেক কেটে এই দিবসের শুভ উদ্বোধন করা হয়।সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে ফায়ার সার্ভিস অত্যাধুনিক যন্ত্রপাতি প্রদর্শনকালে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আখতারুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজির, পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর আলম, পৌর
মেয়র ও বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক, পীরগঞ্জ ফায়ার সার্ভিস ষ্টেশন কর্মকর্তা খায়রুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আরিফুল্লাহ, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, যুগ্ম সম্পাদক বিষ্ণুপদ রায় প্রমুখ। ১৫ নভেম্বর হতে ১৭ নভেম্বর পর্যন্ত এই সপ্তাহ চলবে।