পীরগঞ্জ, ঠাকুরগাঁও প্রতিনিধি।।
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ২ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পীরগঞ্জ থানা পুলিশ। ১৩ ই সেপ্টেম্বর বুধবার বিকালে উপজেলার পৌর শহরের নেতারমোর অভিযান চালিয়ে মাদক সহ তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত হলেন, পীরগঞ্জ পৌর শহরের জগথা গ্রামের মৃত খায়েজ উদ্দিন আহমেদের ছেলে সেলিম রেজা তার বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা হয়েছে।
এস আই রতন রায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম নেতারমোর নামক এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময়,২ বোতল নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল সহ হাতে নাতে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ শেখ জানান, তার বিরুদ্ধে থানায় একটি মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয় এবং বৃহস্পতিবার দুপুরে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।
এফআর/অননিউজ