বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জম্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে শুক্রবার সকালে বঙ্গবন্ধু ম্যুরালে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ সভা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু ম্যুরালে শ্রদ্ধা নিবেদনের পর উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ সভা হয়। উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ আখতারুল ইসলাম, পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা ইকরামুল হক, থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম, উপজেলা শিক্ষা অফিসার হাবিবুল ইসলাম, পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুজ্জামান, পীরগঞ্জ বণিক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নওশের আলী, বীর মুক্তিযোদ্ধা হাফিজুল ইসলাম, সাংবাদিক মোকাদ্দেস হায়াত মিলন প্রমূখ। শেষে চিত্রাংকন ও চেনা প্রতিযোগীতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। এদিকে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে শহরের পূর্ব চৌরাস্তায় বঙ্গবন্ধু ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করা হয়। পীরগঞ্জ সরকারী কলেজ কতৃপক্ষও দিবসটি উপলক্ষে নানা কর্মসূচী পালন করেন।