ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বিয়ে না দেওয়ায় অভিমান করে এক তরুণ আত্মহত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ।
বুধবার সকালে বাড়ির সন্নিকটে কাঁঠাল গাছ থেকে প্রভাসু চন্দ্র দেব শর্মা (২২) নামে ওই তরুণের লাশ উদ্ধার করে পীরগঞ্জ থানা পুলিশ। উপজেলার ১০নংজাবরহাট ইউনিয়ন বোলিদিয়ারা গ্রামের মৃত নেলু রামের ছেলে সে।
পীরগঞ্জ থানার ওসির জাহাঙ্গীর আলম জানান, গত মঙ্গলবার রাত থেকে ওই তরুণ নিখোঁজ ছিল। পরিবারের লোকজন জানান, বিয়ে না দেওয়ায় অভিমান করে ওই তরুণ গেল কয়েক দিন ধরে আত্মহত্যার হুমকি দিয়ে আসছিল। মঙ্গলবার থেকে ওই তরুণ নিখোঁজ ছিল। বুধবার সকালে বাড়ির পাশে কাঠাল গাছে ওই তরুণের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন পরিবারের লোকজন। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
এ ঘটনায় পীরগঞ্জ থানায় একটি ইউডি মামলা হয়েছে।