আসন্ন ১৪ নভম্বের বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ, রানীশংকৈল ও হরিপুর উপজেলার কর্মরত সাংবাদিকদের নিয়ে প্রেস কনফারন্সে করেছেন পীরগঞ্জ ডায়াবেটিস হাসপাতাল কতৃপক্ষ। শনিবার সকালে ডায়াবেটিস হাসপাতালের সভাকক্ষে এ প্রেস কনফারন্স হয়। পীরগঞ্জ ডায়াবেটিক সমিতির সহ সভাপতি ও পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা ইকরামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রেস কনফারেন্সে বক্তব্য দেন, পীরগঞ্জ ডায়াবেটিক হাসপাতালের প্রতিষ্ঠাতা ও উপাধ্যক্ষ ফয়জুল ইসলাম, রাণীশংকৈল প্রেসক্লাব (পুরাতন) সভাপতি আনারুল ইসলাম, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন বাবুল, সাবেক সভাপতি মেহের এলাহী, সহসভাপতি কাজী নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, পীরগঞ্জ উপজলো দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক মোকাদ্দেশ হায়াত মিলন, পীরগঞ্জ ডায়াবেটিস সমিতির অর্থ সম্পাদক সোলেমান আলী, রাণীশংকৈল প্রেসক্লাবের সভাপতি ফারুক হোসেন, সাবেক সভাপতি মোবারক আলী, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আকাশ, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ বিপ্লব, হরিপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম, পীরগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক বিষ্ণুপদ রায়, সাংবাদিক বাদল হোসেন প্রমুখ।
প্রেস কনফারেন্সে জানানো হয়, বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষ্যে সোমবার সকালে র্যালী, পথসভা এবং তিন জন করে বীরমুক্তিযোদ্ধা, আর্দশ শিক্ষক, সাংবাদিক ও আর্দশ ডায়াবেটিস রোগীকে সম্মাননা প্রদান করা হবে।
প্রেস কনফারেন্সে পীরগঞ্জ, রাণীশংকৈল ও হরিপুর উপজেলার কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মিরা উপস্থিত ছিলেন।