সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় ভুর্তুকি উন্নয়ন সহায়তায় কৃষি যন্ত্র বিতরণ করা হয়েছে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে। বুধবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে কৃষকের হাতে কৃষি যন্ত্র ৩টি হার্ভেষ্টার তুলে দেওয়া হয়। এ সময় উপজেলা চেয়ারম্যান আক্তারুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজির, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম, অতিরিক্ত উপজেলা কৃষি কর্মকর্তা লায়লা আরজুমান, কৃষি সম্প্রসারণ অফিসার রাকিবুল ইসলাম, উপসহকারি কৃষি কর্মকর্তা মোফাজ্জল হোসেন, পীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, কৃষি বিভাগের আওতায় উপজেলার সাতজন কৃষককে সরকারি ভর্তুকির মাধ্যমে আধুনিক কৃষিযন্ত্রপাতি দেওয়া হয়েছে। আরও তিন জনকে দেওয়া হবে।