ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার নারায়নপুর গ্রামে জমি জমা নিয়ে দুই পক্ষের দীর্ঘ দিনের বিরোধ জেলা লিগ্যাল এইডের মাধ্যমে আপোষে মিমাংসা করে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে চীফ লিগ্যাল এইড কর্মকর্তা ও সিনিয়র সহকারী জজ মজনু মিয়া ঘটনাস্থলে উপস্থিত হয়ে বৈঠকের মাধ্যমে এ মিমাংসা করে দেন। নারায়নপুর গ্রামে ১ একর ১৯ শতক জমি নিয়ে পারুল বেগম ও ইমদাদাদুল হকের ভাগিদারের মাধ্যে বিরোধ চলে আসছিল। এ নিয়ে পারুল বেগম জেলা লিগ্যাল এইড আফিসে অভিযোগ দিলে লিগ্যাল এইডের বিচারক ঘটনাস্থলে এসে আপোষে বিরোধ মিমাংসা করে দেন এবং যার যার অংশ মেপে সীমানা নির্ধারণ করে দেন। কোন রকম খরচ ছাড়াই এমন বিচার পেয়ে উভয় পক্ষই খুশি। এ সময় থানা পুলিশ, গনমাধ্যম কর্মী সহ লিগ্যাল এইডের অন্যান্যরা উপস্থিত ছিলেন।