পীরগঞ্জে মাদকদ্রব্যের অপব্যবহার রোধে কর্মশালা অনুষ্ঠিত

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি।।

মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে। বুধবার উপজেলা প্রশাসনের আয়োজনে ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগীতায়
উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিমের সভাপতিত্তে বক্তব্য দেন, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক সৌমিক রায়, পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ফরহাদ আকন্দ প্রমূখ।

এতে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আরিফুল্লাহ, সমবায় কর্মকর্তা আহমেদ হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জিন্নাত আরা, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, পীরগঞ্জ বর্ণিক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নওশের আলী, পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুল হক ও শিক্ষক, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, মসজিদের ইমাম, পুরোহিত, চার্চের পালক, এনজিও কর্মী সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদকর্মীরা অংশ নেয়।

আরো দেখুনঃ