মাদকাসক্ত ছেলের অত্যাচার সহ্য করতে না পেরে অবশেষে নিজ সন্তানকে পুলিশে হাতে তুলে দিলেন মা।
মঙ্গলবার দুপুরে প্রতিবেশিদের সহায়তায় মাদকাসক্ত ঐ ছেলেকে ধরে এনে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ থানা পুলিশের হাতে তুলে দেন তিনি। মাদকাসক্ত ঐ যুবকের নাম ডলার আলী। বাড়ি উপজেলার সেনুয়া গ্রামে। পরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়।
পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, সেনুয়া গ্রামের একরামুল হকের ছেলে ডলার নেশার টাকার জন্য প্রায়ই তার পিতা-মাতাকে মারপিট করত। টাকা না পেলে বাড়ি জিনিস পত্র ভাংচুড় করা সহ বাড়ির লোকজনের উপর নানা ভাবে অত্যাচার চালাত সে। এতে অতিষ্ঠ হয়ে তার মা দুপুরে এলাকাবাসির সহায়তার মাদকাসক্ত ছেলে ডলারকে ধরে থানায় নিয়ে আসেন এবং পুলিশের হাতে তুলে দেন।
ডলারকে যেন জেলখানায় আটক রাখার ব্যবস্থা করা হয় এজন্য থানায় পুলিশের কাছে মিনতি জানান অতিষ্ঠ মাতা। পরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম ডালারকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ দেন। বিকালেই তাকে ঠাকুরগাঁও জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ।
আহসানুজ্জামান সোহেল/অননিউজ24।।