ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মাদক সেবন করে মানষিক ভারসাম্য হারিয়ে ফেলা এক যুবক গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। সোমবার সন্ধায় উপজেলার বৈরচুনা গ্রামে এ ঘটনা ঘটে।পীরগঞ্জ থানার উপ পরিদর্শক মুকুল চন্দ্র সেন জানান, উপজেলার বৈরচুনা গ্রামের মৃত চেরকু রামের ছেলে নির্মল চন্দ্র রায় বেশ
কয়েক বছর ধরে বিভিন্ন ধরনের মাদক সেবন করে মানষিক ভারসাম্য হারিয়ে ফেলেন।
তাকে একাধিক বার দিনাজপুর মাদক নিরাময়
কেন্দ্রে চিকিৎসা করানোর পরও তিনি সুস্থ হননি। সোমবার সকালে নির্মলকে বাড়িতে রেখে তার মা এবং বড় ভাই বিমল চন্দ্র রায় বৈরচুনা বাজারে নিজেদের চায়ের দোকানে যান। সন্ধায়
বাড়িতে ফিরে ঘড়ের দরজা জানালা বন্ধ দেখতে পেয়ে নির্মলকে ডাকা ডাকি করেন তার মা। কিন্তু কোন সাড়া শব্দ না পেয়ে দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে দেখতে পান, নির্মল ঘড়ের তীরের সাথে গামছা দিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছে। পরে থানার ওসি জাহাঙ্গীর আলমের উপস্থিতিতে নির্মলের মরদেহ ফাঁস থেকে
নামানো হয়।
নির্মলের বড় ভাই বিমল চন্দ্র জানান, নির্মল এর আগেও বিষপানে আত্মহত্যা চেষ্টা করে।পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, মাদকাসক্ত হয়ে ভারসাম্য হারিয়ে ফেলে নির্মল আত্মহত্যা করে। এ ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে।