মাদক সেবন করে মাতলামি করার দায়ে ঠাকুরগাওয়ের পীরগঞ্জে সুমন নামে এক যুববকে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার বিকালে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার রেজাইল করিম ভ্রাম্যমান আদলত পরিচালনা করে এ আদেশ দেন। সুমন পৌর শহরের রঘুনাথপুর টিএন্ডটি এলাকার মৃত রস্তম আলীর ছেলে।
পীরগঞ্জ থানার এস আই আশরাফুল ইসলাম জানান, সুমন মাদক সেবন করে দুপুরে শহরের কলেজ বাজারে মাদক সেবন করে মাতলামি করছিল। হাটের লোকজন থানা পুলিশকে খবর দিতে তাকে আটক করে থানায় আনা হয়।
পরে ভ্রাম্যমান আদালত তাকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড দেয়। পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, সুমনকে বিকালেই ঠাকুরগাও জেল হাজতে পাঠানো হয়েছে।
আহসানুজ্জামান সোহেল/অননিউজ24।।