ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী হাসান আলীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের জগথা গ্রামে তার এক নিকট আত্মীয়ের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
তিনি মৃত সিরাজ উদ্দীনের পুত্র।পীরগঞ্জ থানার ওসি (তদন্ত) বিদ্যুৎ কুমার চৌধুরী জানান, একটি হত্যা মামলায় ২০১৮ সালের ১৫ই অক্টোবর হাসান আলীকে যাবজ্জীবন কারাদন্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক মাসের কারাদন্ড দেয় আদালত।
দীর্ঘদিন ধরে পলাতক ছিল হাসান। হাসান জগথা গ্রামে তার এক আত্মীয়ের বাড়িতে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে থানার উপপরিদর্শক আশরাফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। বিকালেই তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।