পীরগঞ্জে লুথারেণ চার্চের সিনোড সম্মেলন অনুষ্ঠিত

লাতিফুর রহমান লিমন,পীরগঞ্জ (ঠাকুরগাঁও)।।

বাংলাদেশ লুথারেণ চার্চের (বিএলসি) ৪১ তম সিনোড সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে ঠাকুরগাওয়ের পীরগঞ্জ উপজেলার খামার সেনুয়া মিশন সার্কেলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

বিএলসি’র মোডারেটর রেভাঃ দ্বিজেন দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য দেন, ন্যাশনাল খ্রীষ্টিয়ান ফিলোশীপ অব বাংলাদেশ (এনসিএফবি) এর প্রতিনিধি মি. এনোস হেমরম, রেভাঃ জেমস হালদার, উপজেলা খ্রীস্টিয়ান এসোসিয়েশনের সভাপতি রেভাঃ বিষ্ণুপদ রায়, ইউপি চেয়ারম্যান হিটলার হক, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সাবেক সিনোড চেয়ারম্যান মি. মহেষ রায়, নব নির্বাচিত মোডারেটর মনোজিত রায় প্রমুখ। সম্মেলনে দেশের ৫টি সার্কেলের কাউন্সিলর ও ডেলিগেট সহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে ভোটের মাধ্যমে মোডারেটর পদে রেভাঃ মনোজিত রায়, ভাইস মোডারেট পদে ললিত দাস, সেক্রেটারী পদে রেভাঃ মনোরঞ্জন রায়, কোষাধ্যক্ষ পদে রেভাঃ কেশরী রায় ও

সদস্য পদে রেভাঃ দ্বিজেন রায়, মি. বিজেন ঋষি ও মিসেস মঞ্জু বর্মন নির্বাচিত হয়। নির্বাচন কমিশনের কনভেনরের দায়িত্ব পালন করেন মি. মহেষ রায়।বিষ্ণুপদ রায়।

আহসানুজ্জামান সোহেল/অননিউজ24।।

আরো দেখুনঃ